রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৭:৩২ ২১ জানুয়ারী ২০২৫
মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রণীত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’র মেয়াদ বাড়িয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছেন কিন্তু ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক নোটিশে জানানো হয়েছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করেছেন বা যাদের ভিসার মেয়াদ অল্প সময় আগে শেষ হয়েছে, তারা নির্ধারিত জরিমানা প্রদান করে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন।
কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করে ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি অথবা দূতাবাস থেকে প্রাপ্ত ট্রাভেল পারমিটসহ ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে। সেখান থেকে ১৪ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে।
এছাড়া জরিমানা পরিশোধের জন্য কোনো এজেন্ট নিয়োগ করা হয়নি বলে জানানো হয়েছে। জরিমানা শুধুমাত্র ইলেকট্রনিক পেমেন্ট মোডে প্রদান করতে হবে।
তবে যারা আটক বা সাজা ভোগ করছেন, তারা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন না বলে স্পষ্ট করেছে অভিবাসন বিভাগ।
বিজ্ঞাপন