শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০১:১৬ ৫ জানুয়ারী ২০২৫
ইতালির নেপল্স বিশ্ববিদ্যালয়ের প্যাপিরোলজিস্ট ফেডেরিকা নিকোলার্ডি নিজ চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আধুনিক প্রযুক্তির সাহায্যে দু’হাজার বছরের প্রাচীন ইতিহাসের এক রহস্য আজ উন্মোচিত হয়েছে। এআই এবং কম্পিউটেড টোমোগ্রাফির সাহায্যে পাঠোদ্ধার সম্ভব হয়েছে ৭৯ খ্রিস্টাব্দের একটি অগ্ন্যুৎপাতে পুড়ে কালো হয়ে যাওয়া গোটানো প্যাপিরাসের টুকরো, যা ইটালির পম্পেই থেকে ১৮শ শতাব্দীতে উদ্ধার হয়।
শেষমেশ এআইয়ের শরণাপন্ন হওয়া। তাতেই কেল্লা ফতে। ‘কম্পিউটেড টোমোগ্রাফি’, ত্রিমাত্রিক ম্যাপিং আর এআই-নির্ভর ‘মেশিন লার্নিং’-এর দৌলতে গোটা প্যাপিরাসের লেখা এখন পাঠযোগ্য।
প্যাপিরাসটির একাধিকবার পাঠোদ্ধারের চেষ্টা চললেও, এ পর্যন্ত তা সফল হয়নি। তবে, এবার এআই-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে গোটা প্যাপিরাসের পাঠোদ্ধার সম্ভব হয়েছে। ‘কম্পিউটেড টোমোগ্রাফি’, ত্রিমাত্রিক ম্যাপিং এবং মেশিন লার্নিং-এর মাধ্যমে প্রাচীন গ্রিক অক্ষরগুলো পড়া সম্ভব হয়েছে। পাঁচ কলামে ছড়িয়ে ছিটানো অক্ষরগুলো বিশ্লেষণ করে নিকোলার্ডি বলেন, অবিশ্বাস্য! দুই হাজার বছরের পুরোনো ইতিহাস এখন আমাদের হাতে। প্যাপিরোলজির দুনিয়ায় এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
এআই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম, যা মানুষের পক্ষে সম্ভব নয়। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক থিয়া সমারসিল্ড বলেন, ২০২২ সালের পর আমরা ‘ইথাকা’ মডেল নিয়ে কাজ শুরু করেছি, যা শুধু লিপি নয়, সেই লিপির সময় ও স্থান সম্পর্কেও ধারণা দিতে সক্ষম।
এছাড়া, মেশিন লার্নিংয়ের ‘ট্রান্সফর্মার মডেল’ প্রাচীন লিখনের জটিল ভাষাগত ধরনও অনুধাবন করতে সক্ষম বলে আশা করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রাচীন সভ্যতার অবিস্মরণীয় নিদর্শনগুলো আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে এবং তা আমাদের ইতিহাসের এক নতুন দিগন্ত খুলে দেবে।
বিজ্ঞাপন