রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হেলথ উইক

রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হেলথ উইক

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৫৫ ১৯ মে ২০২৪

গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী “ব্যাংকক হসপিটাল হেলথ উইক”। আগামী ২৪-২৬ মে রাজধানী ঢাকার হোটেল হলিডে ইন সিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।

 

বুধবার (১৫ মে)গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । হেলথ উইকে থাইল্যান্ডের ‘ব্যাংকক হসপিটাল’র বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবেন। তিনদিন ব্যাপী এই হেলথ উইকের প্রথম দিন ২৪ ই মে কার্ডিওলজি বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করা হবে ।

 

এদিন রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. ক্রিয়েংকাই হেংরুসামি, ডা. পারমাইউস এবং ডা. উইচাই । ২য় দিন ২৫ই মে অরথোপেডিক্স বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।

এদিন রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. পংটরন সিরিথিয়ানচাই, ডা. পানুয়াত সিলাওয়াটশানানাই এবং ডা. চাইডেজ সম্বুন । উইকের তৃতীয় দিন ২৬ই মে নিউরোলজি বিভাগের ডা. ইয়ুদ্রাক প্রাসার্ট, ডা. চাঞ্জিরা সাতুকিৎচাই এবং ডা. চাইসাক রোগী দেখবেন। এইবারই প্রথমবারের মত গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম এবং থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিক্স এর যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হবে ।

বিজ্ঞাপন