সরকারি-বেসরকারি অফিসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

সরকারি-বেসরকারি অফিসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:০৭ ৩০ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের সব বেসরকারি-সরকারি অফিসে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে সরকারি অফিস শুরু হওয়ার পর থেকে কর্মকর্তা কর্মচারীরা সবাই কালো ব্যাজ পড়ে আছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অফিসপাড়ায় গিয়ে দেখা যায়, সব কর্মচারী বুকে কালো ব্যাজ লাগিয়ে অফিস করছেন।
আগারগাঁও অফিস পাড়ায় এক চিএ চোখে পড়ে।পাসপোর্ট - নির্বাচন ভবনের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ পড়ে অফিস করছে।
এরআগে, গতকাল কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর নির্দেশে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। এসময় সব অফিসে কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করবে। সেইসঙ্গে দেশের সব মসজিদে দোয়ার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন