পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী, অর্ধশতাব্দীর অর্জন আর গৌরবের স্মৃতিচারণ

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী, অর্ধশতাব্দীর অর্জন আর গৌরবের স্মৃতিচারণ

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৩৮ ২ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো সুবর্ণজয়ন্তী। সোমবার (১ ডিসেম্বর) ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী ছিল স্মরণ, সম্মান ও উদযাপনের অনাড়ম্বর আয়োজন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রীতিভোজের। এসময় বিজিবি মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও বিশেষ দোয়ার মাধ্যমে ব্যাটালিয়নের আগামী দিনের সাফল্য ও অগ্রগতি কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর–পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এছাড়া ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ১৮ বিজিবির ৫০ বছরের গৌরবময় যাত্রা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবিক সহায়তা এবং দেশের নিরাপত্তায় ব্যাটালিয়নের অবদান তুলে ধরেন। একই সঙ্গে ব্যাটালিয়নের আরো উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সুবর্ণজয়ন্তীর এই বিশেষ আয়োজন স্মরণ করিয়ে দেয়—অর্ধশতাব্দী পেরিয়ে আজও ১৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত রক্ষায় অটল, শৃঙ্খলা ও দেশপ্রেমে অনন্য।
 

বিজ্ঞাপন

https://moreshopbd.com/