শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:০৪ ১৮ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বগুড়ায় শহরের প্রাণকেন্দ্রসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারসেল, ইট-পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুরো সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
জানা যায়, আন্দোলতরত শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শহরের থানারোড দিয়ে সাতমাথায় আসতে চাইলে পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিক, পুলিশসহ বহু ব্যক্তি আহত হন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১২টার দিকে শহরের বনানী এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশ এখানেও টিয়ারসেল নিক্ষেপ করে বলে জানা যায়।
বিজ্ঞাপন