শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১২ ১৬ জুলাই ২০২৪
সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিল করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ই জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলকালে বশেমুরবিপ্রবি প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা অবস্থান নেন, যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রথম থেকেই শিক্ষার্থীদের বার্তা দিতে থাকেন শিক্ষকরা। এদিকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগও শান্তিপূর্ণ অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, জাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ 'কোটা না মেধা, মেধা মেধা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে জয় বাংলা চত্বরে সমবেত হয়ে জানান, ঢাবি, জাবি ও চবিতে ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা করেছে, বশেমুরবিপ্রবি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের উপর কি রকম নৃশংসতা চালানো হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল এই আন্দোলনের একটা ট্রেইলার মাত্র। আগামীতে ছাত্র সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানের জানান দিবে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।
উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মিছিলের সামনে প্রক্টরিয়াল বডি সহ উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান। এসময় অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাসের বিভিন্ন মোড়, বিক্ষোভ মিছিলের সামনে, পেছনে অবস্থান নেন।
এছাড়া নিরাপত্তা জনিত কারণে ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ, সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে সার্বক্ষণিক আইডি কার্ড বহন এবং প্রয়োজনমত প্রদর্শন করার জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রক্টর দপ্তর।
বিজ্ঞাপন