কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

প্রকাশিত: ১২:১৩ ২৪ অক্টোবর ২০২৪

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্ষ বিভাগে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ মানববনন্ধনের আয়োজনে   বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের জেলা শাখার  সভাপতি  হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে অনার্স-মাস্টার্স বিভাগের সাড়ে ৩ হাজার শিক্ষক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্তি না হওয়ায় এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবি জানান তারা। এছাড়াও ঢাকা শিক্ষা ভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশের আতর্কিত হামলার নিন্দা জানান তারা।মানববন্ধনে জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা অংশ নেয়।
 

বিজ্ঞাপন