কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

প্রকাশিত: ১২:৩১ ২৮ সেপ্টেম্বর ২০২৪

" নতুন বাংলাদেশ : চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা প্রশাসন পৃথকভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।

সনাকের উদ্যোগে শনিবার সকালে খলিলগন্জ বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে র ্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সৌমেন দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।

বিজ্ঞাপন