শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:২৩ ২৬ আগস্ট ২০২৪
শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার ২৬আগস্ট সকালে বিষয়টি জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃআসানুর রহমান।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। একদিন বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের (ওসি) মোঃ আজারুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন