টানা ৫ দিন সূর্যের দেখা নাই দিনাজপুরে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন!

টানা ৫ দিন সূর্যের দেখা নাই দিনাজপুরে, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭ ২৫ জানুয়ারী ২০২৫

টানা পাঁচ দিন ধরে উত্তরের জেলা দিনাজপুরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের দাপট ব্যাপকভাবে বেড়ে গেছে। বাতাসের সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির।

শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ৩ কিলোমিটার।

বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের অধিকতার কারণে সূর্যের আলোর তাপ পাওয়া যাচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। যানবাহনগুলো কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

শীতের সঙ্গে সঙ্গে জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষত, শিশু রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা শিশুদের বাসি খাবার পরিহার, খাবার ঢেকে রাখা এবং রাতে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।
 

বিজ্ঞাপন