মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ | ১০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৯:০৩ ২৩ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮০০ মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন নেত্রকোণা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে শিবগঞ্জ–দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহন চলাচল উপযোগী এ কাঠের সেতুটি নির্মাণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাঁশ-কাঠ দিয়ে তৈরি এ সেতুটি বর্তমানে এলাকাবাসীর বড় স্বস্তি বয়ে এনেছে।
সেতু দিয়ে যানবাহন পারাপারের ক্ষেত্রে সামান্য টোল নেওয়া হবে এবং টোল থেকে প্রাপ্ত সমস্ত আয় স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে ঘোষণা দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও জানান, জনগণের ভালোবাসার প্রতিদানে নির্বাচিত হলে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী ও নান্দনিক সেতু নির্মাণ করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এসময় সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ পৌর, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী আহমেদ উমর তাসবি বলেন, “নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন স্কুলে যেতে আমাদের ভোগান্তি পোহাতে হতো। ব্যারিস্টার কায়সার কামাল স্যারের উদ্যোগে এখন সহজে যাতায়াত করা যাচ্ছে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই প্রত্যাশা—তিনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করবেন।”
