শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:২২ ২৫ এপ্রিল ২০২৫
দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ এবং তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, কাজী নাবিল, তার পিতা-মাতা, ভাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা দেশের বিভিন্ন স্থানে ৩৬২ দশমিক ৪৩ একর জমি, ঢাকায় অবস্থানরত সাতটি ফ্ল্যাট, একাধিক বাড়ি এবং বিদেশে বিনিয়োগকৃত বিপুল পরিমাণ অর্থ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
কাজী নাবিল আহমেদের নামে ক্রোককৃত সম্পত্তি:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া: ৩৪ দশমিক ৬৩ একর জমি
বোদা উপজেলা, পঞ্চগড়: ২৫ দশমিক ৫৫ একর জমি
পঞ্চগড় সদর: ১০ দশমিক ০৮ একর জমি
খুলনা জেলা: ২৪৬ একর জমি
রুপসা, খুলনা: ২৬ দশমিক ৫১ একর জমি
ধানমন্ডি, ঢাকা: ১১ শতক জমিসহ ছয়তলা ভবনের এক-তৃতীয়াংশ মালিকানা
মোহাম্মদপুর, ঢাকা: দুটি প্লট
গুলশান, ঢাকা: একটি ফ্ল্যাট
পরিবার ও স্বজনদের নামে ক্রোককৃত সম্পত্তি:
পিতা - মৃত কাজী শাহেদ আহমেদ:
ধানমন্ডিতে ১৬ দশমিক ৫০ শতাংশ জমি ও ছয়তলা ভবন
যশোর শহরে জমিসহ দুইতলা বাড়ি
কাজীপাড়া, যশোরে ১৫ দশমিক ৯৮ একর জমি
টেকনাফ, কক্সবাজারে ২ দশমিক ২৪ একর জমি
মাতা - আমিনা আহমেদ:
ধানমন্ডিতে তিনটি ফ্ল্যাট
সেন্টমার্টিন, কক্সবাজারে ১ দশমিক ৪৪ একর জমি
ভাই - কাজী আনিস আহমেদ:
ধানমন্ডিতে ১১ শতক জমিসহ ছয়তলা বাড়ির এক-তৃতীয়াংশ
গুলশানে একটি ফ্ল্যাট
যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত ৬১ লাখ ৩৯ হাজার ৩১ মার্কিন ডলার মূল্যের শেয়ার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকার সমপরিমাণ, অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত।
ভাই - কাজী ইনাম আহমেদ:
ধানমন্ডিতে ছয়তলা ভবনের এক-তৃতীয়াংশ মালিকানা
ধানমন্ডি ও গুলশানে আরও দুটি ফ্ল্যাট
তদন্ত ও আইনি প্রক্রিয়া
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সম্পদের প্রকৃত উৎস এবং উপার্জনের বৈধতা সম্পর্কে সন্দেহ দেখা দেয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, এসব সম্পত্তি এখন রাষ্ট্রের হেফাজতে থাকবে এবং আদালতের পরবর্তী নির্দেশনা ছাড়া এসবের মালিকানা হস্তান্তর বা ব্যবস্থাপনা করা যাবে না।
এই মামলার পরবর্তী শুনানিতে সম্পদের উৎস ও কর সংক্রান্ত তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের তলব করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য কাজী নাবিল আহমেদ ২০০৮ সাল থেকে যশোর-৩ (সদর) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেমকন গ্রুপের কর্ণধার হিসেবে তিনি দেশের মিডিয়া, শিক্ষা, কৃষি, নির্মাণসহ বহু খাতে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এই ক্রোকের আদেশ দেশের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযানকে নতুন মাত্রা দিলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন