'আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত'

'আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত'

জেলা প্রতিনিধি, পাবনা:
জেলা প্রতিনিধি, পাবনা:

প্রকাশিত: ১১:০৪ ২৫ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত। একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করতে চায় জামায়াত ইসলামী বাংলাদেশ।

এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ।

দীর্ঘ ১৭ বছর পর পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তারা।

বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,  জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা সদর পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক৷ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান তারা। 

বিজ্ঞাপন