গুজব নাকি সত্য- যাচাই করে প্রচার করা উচিত

গুজব নাকি সত্য- যাচাই করে প্রচার করা উচিত

ড. সুলতান মাহমুদ রানা
ড. সুলতান মাহমুদ রানা

প্রকাশিত: ০৬:৩৯ ১ আগস্ট ২০২৪

বাঙালিরা যে হুজুগে জাতি তা বলার অপেক্ষা রাখে না। কোনো একটি বিশেষ ইস্যু সামনে পেলে আমরা সবাই মেতে উঠি তা নিয়ে। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজনও অনুভব করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো একটি মিথ্যা সংবাদকেও ভাইরালে পরিণত করতে খুব বেশি বেগ পেতে হয় না। কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট চোখে পড়লো। কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে একজন ছাত্রী নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন। কারণ এর আগে ওই ছাত্রীর ছবি দিয়ে প্রচার করে দেয়া হয় যে তিনি কোটা আন্দোলনের সংঘর্ষে নিহত হয়েছেন। গুজবের মাত্রা কোথায় পৌঁছালে একজন জীবিত মানুষকেও মৃত হিসেবে প্রতিষ্ঠত করা যায়। আবার সেই খবরটি সংশ্লিষ্ট ব্যক্তিকেই সত্য-মিথ্যা প্রমাণ করতে হচ্ছে।

আমরা অনেকেই ভেবে দেখি না যে, আমরা কী প্রচার করছি, কেন করছি। কী নিয়ে আগ্রহ দেখাচ্ছি কিংবা কীসে মেতে উঠছি। যে বিষয়ে আমরা মেতে উঠছি তা কি সমাজকে আদৌ ভালো কিছু শেখাচ্ছে? নাকি সমাজকে আরো কলুষিত করে তুলছে? এমন ভাবনা আমাদের আসে না বললেই চলে। আমরা নিজেরা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি নানাভাবে সমাজিক আচার-আচরণ, কৃষ্টি-কালচার শিক্ষা দিয়ে থাকি। এসব ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ইদানীং সামাজিক যোগোযোগ মাধ্যমের উপর বেশি নির্ভর করছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক সময় সতর্ক হই, আবার অনেক সময় উৎসাহিত হই। মাঝে মধ্যে এমন কিছু খবর প্রচার হয় যাতে সর্বসাধারণের সতর্ক হওয়ার বিষয়টি প্রাধান্য পায়। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, গুজব আমাদের সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগকেও নষ্ট করে দেয়। প্রকৃতপক্ষে সত্য-মিথ্যা যাচাই ছাড়াই আমরা মেতে উঠি। অনেক সময় আমাদের এমন মেতে উঠার বিষয়টি গোটা সমাজকে নেতিবাচকভাবে উৎসাহিত করে থাকে।

বিজ্ঞাপন