জাকসু ভোটকক্ষে মৃত্যু! দায়িত্ব পালনে এসে প্রাণ গেল শিক্ষক জান্নাতুলের

জাকসু ভোটকক্ষে মৃত্যু! দায়িত্ব পালনে এসে প্রাণ গেল শিক্ষক জান্নাতুলের

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:৪৫ ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩১) জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে আজ শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ সকাল আটটার আগে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের সামনে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

হঠাৎ এই মৃত্যুর খবরে ভোট গণনার কাজে নিয়োজিত অন্যান্য পোলিং কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ পরিবেশ নেমে আসে পুরো ক্যাম্পাসজুড়ে।

জাকসু নির্বাচনের কমিশনার রেজওয়ানা করিম মাইকে উপস্থিতদের উদ্দেশে বলেন,
“এই মুহূর্তে আমরা গভীর শোকে আচ্ছন্ন। আমি সবাইকে অনুরোধ করব, জান্নাতুলের জন্য দোয়া করবেন। তবে দায়িত্বের কাজটি অসম্পূর্ণ রাখা সম্ভব নয়, আমাদের এটি শেষ করতে হবে।”

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পর আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি আবার দায়িত্ব পালনের জন্য সিনেট ভবনে আসেন। কিন্তু গণনা কক্ষের দরজার সামনেই তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন,
“এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের আবহ তৈরি হয়েছে।”

এদিকে, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষে শুক্রবার সকাল থেকে সিনেট ভবনে গণনা কার্যক্রম চলছে। সকাল ১১টার মধ্যে ১২টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, চারটির কাজ চলমান এবং বাকি পাঁচটির গণনা এখনো শুরু হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন