প্রাথমিকের ছুটি কমছে!

প্রাথমিকের ছুটি কমছে!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৪৬ ৭ সেপ্টেম্বর ২০২৫

সরকার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটি ৭৬ দিন এবং কলেজের ৭১ দিন। আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো হঠাৎ বন্ধ হওয়া স্কুল কার্যক্রমের কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি দূর করা।

ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “শিক্ষক ও ছাত্রদের সাথে যথেষ্ট সময় ব্যয় করা হচ্ছে কি না, তা দেখতে হবে। শুধুমাত্র অপ্রয়োজনীয় ছুটি কমানো হতে পারে। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি থাকছে। ছুটি সমন্বয় করা হবে, শিক্ষাবহির্ভূত কাজে শিক্ষকদের ব্যস্ত রাখাও কমানো হবে।”

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত মাসে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় ছুটি কমানোর বিষয়টি আলোচনা করা হয়েছিল।

বিজ্ঞাপন