বুধবার , ২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:৩৭ ১৮ আগস্ট ২০২৫
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয় শুক্রবার। তবে এর আগেই অনেক মিশন ধীরে ধীরে নীরবে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়। গেল ৫ আগস্টের পর থেকেই বেশিরভাগ মিশন ‘জিরো পোর্ট্রেট নীতি’ অনুসরণ করছে, যেখানে রাষ্ট্রপতি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ছবিই রাখা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে একাধিক কূটনীতিক জানিয়েছেন, আগস্টের পরিবর্তনের পর শেখ হাসিনার ছবি সরানোর পাশাপাশি অনেক মিশন ঝামেলা এড়াতে রাষ্ট্রপতির ছবিও সরিয়ে ফেলে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রাষ্ট্রপতির ছবি সরানো হলে বিষয়টি আরও স্পষ্ট হয়। কিছু মিশনে এখনও রাষ্ট্রপতির ছবি থাকায় তা সরিয়ে ফেলার জন্য সিনিয়র কূটনীতিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়, নির্দেশনার পর লন্ডন হাইকমিশনের হাইকমিশনারের কক্ষে থাকা রাষ্ট্রপতির ছবি শুক্রবার রাতেই সরিয়ে ফেলা হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দূতাবাস থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর তথ্য পাওয়া গেছে।
কলম্বো দূতাবাসের এক কর্মকর্তা জানান, ৫ আগস্টের পরই তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছিলেন। তাই নতুন করে ছবি নামানোর প্রয়োজন হয়নি।
তেহরানের বাংলাদেশ দূতাবাসে আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ছবি বাঁধাই করে টানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার সেখান থেকেও দুটি ছবি সরিয়ে ফেলা হয়।
বিজ্ঞাপন