বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ ৩১ জুলাই ২০২৪
হাত কাট, পা কাট,
মাথাটাও কেটে নে সমভাগ,
কিন্তু বুকের বা'পাজরে আঘাত করিস না!
যদি ওখানে ভাঙে শুধু একটি হাড়,
ঘটে বিন্দু রক্তের আলোড়ন ,
জেগে উঠবে মাতৃ ভূ-জঠরের অলিগলিতে-
নবীনদের ঐক্যবদ্ধ ভয়ঙ্কর আন্দোলন।
জনতায় জনতায় যখন ভরে যাবে রাজপথ,
অলিগলি, অফিস আদালত-
তখন হয়তো নামধারী ছোট-বড় হায়নারা
পালানোর রাস্তা পাবে না।
জানি, গভীর জলের হাঙ্গর-কুমির-তিমি,
হিংস্র বাঘ-সিংহও ঝাঁপিয়ে পড়বে জনতার মিছিলে।
কিন্তু লাঞ্ছিত জনতার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মিছিল
কি পারবে ঠেকাতে?
নির্যাতিত নিষ্প্রাণ জনতার মজবুত চোয়ালে
ছিন্নভিন্ন হয়ে যাবে-
রঙ্গিলা রূপবতী নামধারী পণ্ডিতদের রাজকীয় মুকুট।
জলাতঙ্কের ঝাঁকুনিতে নির্বিঘ্নে ঝরবে
লাগামবিহীন রক্তবর্ণিত লালা।
তাই আবারও বলছি!
হাত কাট- পা কাট- মাথা কাট,
কিন্তু বুকের বা'পাজরে আঘাত করিস না!
বিজ্ঞাপন