বাঙালি পোশাকেও রবীন্দ্র প্রভাব
০৯:০৩ ৬ আগস্ট ২০২৪
শান্তি নিকেতনে একটি মারাঠি ছেলের গল্প শুনিয়েছেন রসিকপ্রবর সৈয়দ মুজতবা আলী -- ' দেহলী থেকে বেরিয়ে শালবীথি হয়ে গুরুদেব চলেছেন লাইব্রেরির দিকে,পরণে লম্বা জোব্বা, মাথায় কালো টুপি।ভান্ডারে দেখামাএই ছুটলো তাঁর দিকে...। আড়াল থেকে সবাই দেখলে ভান্ডারে গুরুদেবকে কী যেন একটা বললে,গুরু দেব মৃদুহাস্য করলেন, মনে হল যেন অল্প অল্প আপওি জানাচ্ছেন।ভান্ডারে চাপ দিচ্ছে।শেষটা গুরুদেবের হাতে কী যেন গুঁজে দিলো।গুরুদেব আবার মৃদুহাস্য ক'রে জোব্বার নীচে হাত চালিয়ে ভিতরের জেবে সেটি রেখে দিলেন।'