মাত্র ৩৭ বছর বয়সেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন

মাত্র ৩৭ বছর বয়সেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৪০ ১৭ আগস্ট ২০২৪

সিনাওয়াত্রা।  তিনিই এখনও পর্যন্ত সেদেশের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন শিনাওয়াত্রা একজন থাই ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি ১৯৭৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত রয়্যাল থাই পুলিশে দায়িত্ব পালন করেন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। পরে দুর্নীতির দায়ে তিনি দেশ থেকে বিতারিত হন। এরপর তার ফুফু ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের সাধারণ নির্বাচনে পিউ থাই পার্টি থেকে বিজয়ী হয়ে ২৮তম প্রধানমন্ত্রী নিবার্চিত হন। ইংলাক ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।  

পেতংতার্ন হলেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গত বেশ কয়েকদিন ধরে থাইল্যান্ডের সরকারের ডামাডোল চলছিল।
 

বিজ্ঞাপন