শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:০১ ৪ আগস্ট ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতির আগুন পেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর সরকার থেকে নম্রতা দেখানো হলেও বিক্ষুব্ধদের দাবি ততদিনে আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। আনুষ্ঠানিকভাবে সরকার পতনের এক দফা ঘোষণা আসার পর গতকাল প্রথম দিনেই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল সারা দেশে শিক্ষার্থী, পুলিশ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষসহ নিহত হয়েছেন শতাধিক। নিহতদের বড় অংশ আন্দোলনকারী। সহিংস হামলায় নিহত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য। এ ছাড়া কুমিল্লায় আরও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শাসকদলের নেতাকর্মীও। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি।
চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের অতি সতর্কতা অবলম্বন করার, চলাচল সীমিত করার এবং জরুরি ফোন নম্বরগুলোর মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন