শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩৮ ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালের সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে আনার ইচ্ছা প্রকাশ করেছে আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে জেন জি নেতাদের আলোচনা হয়েছে।
সুশীলা কার্কির বয়স ৭৩ বছর হলেও জেন জি আন্দোলনকারীরা তাকে এই পদে উপযুক্ত মনে করছেন। কারণ, তারা এমন একজন নেতা চাইছেন, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি, রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংযোগ নেই এবং অভিজ্ঞতা সম্পন্ন। এই দিক থেকে সুশীলা কার্কি তাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মানানসই।
সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সুশীলা কার্কির নিজস্ব কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, পরে স্থানীয় স্তরে বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।
এবার যদি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন, তাহলে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু হবে।
বিজ্ঞাপন