ইসরায়েল লক্ষ্য করে হুথি হামলা”

ইসরায়েল লক্ষ্য করে হুথি হামলা”

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৩৪ ৩ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ তেল আবিবসহ মধ্য ইসরায়েলে বেজে উঠল সাইরেনের সতর্ক সংকেত। হুথি বিদ্রোহীরা প্রথমবারের মতো প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুস জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলের আঘাতে হুথিদের শীর্ষ নেতা নিহত হওয়ার পর এই হামলা পরিকল্পিত হয়েছিল। হুথিরা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালিয়েছে, তবে এগুলো ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

দ্য জেরুজালেম পোস্টের বিশ্লেষণে দেখা গেছে, হুথির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিতে ক্লাস্টার বোমার ব্যবহার করা হচ্ছে। ফলে প্রতিহত করা গেলেও কিছু ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়নি।

হুথির এই হামলা মূলত ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ঘটেছে। গাজার সংঘর্ষে ইতোমধ্যেই ৬৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৬১ হাজার আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তেল আবিব তা মানছে না।

বিজ্ঞাপন