সিনেমা থেকে রাজনীতিতে: জনতার নায়ক হয়ে উঠেছেন থালাপতি বিজয়

সিনেমা থেকে রাজনীতিতে: জনতার নায়ক হয়ে উঠেছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:০৫ ২৫ আগস্ট ২০২৫

তামিলনাড়ুর মাদুরাই জেলায় এক বিশাল রাজনৈতিক সমাবেশে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অবস্থান নিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। লাখো সমর্থকের উপস্থিতিতে বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”

মুহূর্তেই জনসভাস্থলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই মহাসমাবেশের আয়োজন করে বিজয়ের নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। এর আগে, ২০২৪ সালের অক্টোবরেই প্রথম জনসভায় অংশ নেওয়ার মাত্র ৯ মাসের মধ্যেই দলটি দক্ষিণ ভারতের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এবার মাদুরাই আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘থালাপতি’, অর্থাৎ সেনাপতি। একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকায় পরিণত হন। ঝলমলে সিনেমা ক্যারিয়ারের শিখরে থাকতেই রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন বিজয়। তার ভাষায়, “রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আমি লড়াইয়ের পথ বেছে নিয়েছি।”

বিজয়ের সাহসী অবস্থানের পরও ভারতের বেশিরভাগ জাতীয় গণমাধ্যম নীরব থাকলেও দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাথা ও হাতে কমলা-হলুদের ওড়না বাঁধা বিজয় জনতার প্রতি অভিবাদন জানাচ্ছেন, চারপাশ মুখর হয়ে উঠেছে জনতার উল্লাসে।

বিজয়ের রাজনৈতিক অবস্থান শুধু ভারতের মধ্যে নয়, বাংলাদেশেও ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনদের মন্তব্য, সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। অনেকেই বলছেন, বিজয় তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করছেন, যা সত্যিকারের নেতৃত্বের পরিচায়ক।

থালাপতি বিজয়ের ঘোষণানুযায়ী, তার লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করা। তিনি বিশ্বাস করেন, “রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব।”

বিজ্ঞাপন