রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের

রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:০০ ২৩ আগস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয় পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২২ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই ঘটনায় আমি মোটেও আনন্দিত নই। শুধু এ ঘটনা নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়েই আমি সন্তুষ্ট নই।”

তিনি আরও বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটি পথ বের করার চেষ্টা করব। যদি তা সম্ভব হয়, তবেই আমি খুশি হব। কিন্তু যদি সমাধান না আসে, তাহলে আমাকে রাশিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটি হতে পারে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই।”

গত সাড়ে তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি দাবি করেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ‘আনাড়ি প্রচেষ্টা’।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি

বিজ্ঞাপন