নোবেল পেতে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন দিলেন ট্রাম্প!

নোবেল পেতে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন দিলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:০০ ১৬ আগস্ট ২০২৫

নোবেল শান্তি পুরস্কার পেতে এবার সরাসরি তদবিরে নামলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নরওয়ের একটি জাতীয় দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভ–এর বরাতে জানা গেছে, ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেনবার্গকে ফোন করে নিজেই নোবেল পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাইয়ে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার সময় ট্রাম্প সরাসরি বলেন, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়া তার নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল। তবে এবার তিনি নিজেই নরওয়ের একজন মন্ত্রীর কাছে দাবি জানালেন যে তিনি নোবেলের যোগ্য।

তবে প্রকাশিত তথ্যে কোনো নির্দিষ্ট সূত্রের নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে নোবেল কমিটি কিংবা হোয়াইট হাউসের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

অন্যদিকে, অর্থমন্ত্রী স্টলেনবার্গ জানিয়েছেন, ট্রাম্পের ফোন মূলত নরওয়ের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয়েছিল এবং আলোচনার বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা। তিনি আরও বলেন, কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর বিভিন্ন যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বিবেচনা করে শান্তি পুরস্কার ঘোষণা করে। তবে ট্রাম্প সরাসরি নরওয়ের মন্ত্রীকে ফোন দিয়ে নিজের প্রস্তাব রাখায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন