তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া-থাইল্যান্ড

তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া-থাইল্যান্ড

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:২১ ২৮ জুলাই ২০২৫

সীমান্ত বিরোধ নিরসনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ড। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এসেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে আয়োজিত এক শান্তি আলোচনায়।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে আসিয়ানের চেয়ারম্যান হিসেবে তিনি সভাপতিত্ব করেন। রুদ্ধদ্বার এ বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা ও সামরিক মুখোমুখি অবস্থান নিয়ে আলোচনা হয় এবং তাৎক্ষণিকভাবে সংঘর্ষ এড়াতে যুদ্ধবিরতিতে সম্মতির সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান আনোয়ার ইব্রাহিম। এই সমঝোতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন