সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫১ ২৮ এপ্রিল ২০২৫
ভারত যদি পাকিস্তানে সামরিক অভিযান চালায়, তবে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান। সোমবার এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দেন।
বৃহস্পতিবার ইসলামাবাদে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যদি আমাদের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”
এর আগে, মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং এক নেপালি নিহত হন। হামলার ঘটনাকে ঘিরে ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবিও প্রবলভাবে উঠেছে।
ভারত বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে। বিতর্কিত এই হিমালয় অঞ্চল নিয়ে দুই দেশ অতীতে দু’বার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ‘‘আমরা আমাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণের আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে আমরা কৌশলগত কিছু সিদ্ধান্ত নিয়েছি।’’
তিনি আরও বলেন, কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে সতর্ক থাকা জরুরি হয়ে পড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীও ভারতীয় হামলার আশঙ্কা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। যদিও তিনি সম্ভাব্য আক্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
পেহেলগামে হামলার পর ভারত দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে দাবি করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও স্পষ্ট করে বলেন, “আমরা উচ্চ সতর্কতায় রয়েছি। আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলেই কেবল আমাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিজ্ঞাপন