পাকিস্তানকে পানিতে ডুবিয়ে মারার পাঁয়তারা ভারতের !

পাকিস্তানকে পানিতে ডুবিয়ে মারার পাঁয়তারা ভারতের !

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:২৭ ২৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার বাতাস বইতে শুরু করেছে। পাকিস্তান ও ভারতের মধ্যে পুরনো বৈরিতা নতুন মাত্রা পেতে চলেছে। এবার ভারত অভিযোগের মুখে পড়েছে পাকিস্তানকে ‘পানিতে ডুবিয়ে মারার’ কৌশল গ্রহণের চেষ্টার জন্য। বিশেষজ্ঞদের মতে, ভারতের অভ্যন্তরে নতুন করে জলসম্পদ ব্যবস্থাপনার নানা প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের দিকে প্রবাহিত পানি আটকে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, যা ভবিষ্যতে পাকিস্তানে ভয়াবহ জল সংকট সৃষ্টি করতে পারে।

সূত্র জানায়, ভারতের একাধিক নদী প্রকল্প—বিশেষ করে কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে—পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন ও পানির প্রবাহ কমানোর মতো পদক্ষেপ গ্রহণ করছে। ১৯৬০ সালের ইন্দাস জলচুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান দুই দেশই নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নদীগুলোর পানি ব্যবহার করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারত তাদের দখলে থাকা নদীগুলোর পুরো সুবিধা গ্রহণের কথা বলছে, যা চুক্তির চেতনার সাথে সাংঘর্ষিক বলে মনে করছে ইসলামাবাদ।

পাকিস্তানি বিশ্লেষকরা বলছেন, ভারতের এমন পদক্ষেপ সরাসরি ‘জলযুদ্ধ’ (Water War) ঘোষণার শামিল। অন্যদিকে ভারত সরকার দাবি করছে, তারা আন্তর্জাতিক চুক্তির সীমার মধ্যেই রয়েছে এবং পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দ্রুত। ইতোমধ্যে পাকিস্তান সরকার জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মহলের কাছে অভিযোগ উত্থাপনের উদ্যোগ নিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান যদি পানির প্রবাহ কমে যাওয়ার মুখোমুখি হয়, তবে কৃষি, শিল্প এবং দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব পড়বে। ফলে পুরো অঞ্চলে মানবিক সংকটও দেখা দিতে পারে। দক্ষিণ এশিয়ায় এমন জলসংকট ভবিষ্যতে আরও বড় আকারের সংঘাতের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে উভয় দেশই নিজেদের অবস্থানে অনড়। কূটনৈতিকভাবে সমাধান খোঁজার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ভারত-পাকিস্তানের জলসংকট ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনার দিকে।
 

বিজ্ঞাপন