শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ ২৪ এপ্রিল ২০২৫
ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এক বিবৃতিতে ভারত ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রকাশ করেছে। এতে ভারতের যেকোনও জায়গা ভ্রমণে অন্তত দ্বিতীয় মাত্রার (Level 2) সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে চারটি অঞ্চলের ক্ষেত্রে সর্বোচ্চ চতুর্থ মাত্রার (Level 4) সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এসব স্থানে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পেহেলগামে অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীর উপত্যকার সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন সতর্কবার্তায় জানানো হয়, জম্মু-কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলা এবং সহিংস অস্থিরতা যে কোনো সময় ঘটতে পারে। ফলে অঞ্চলটি ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে (তবে লাদাখ ও রাজধানী লেহ সফরের অনুমতি রয়েছে)। পাশাপাশি ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে সেই এলাকা এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
মাওবাদী ও নকশালপন্থীদের তৎপরতার কারণে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও উড়িষ্যার বেশিরভাগ এলাকায় ভ্রমণের আগে মার্কিন কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। একইভাবে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলেও ভ্রমণ করতে হলে প্রয়োজন হবে পূর্বানুমতির।
সহিংসতা ও অপরাধের উচ্চ ঝুঁকি থাকায় মণিপুর রাজ্যকে 'Level 4' সতর্কতার আওতায় রেখেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ এখানে ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া, উত্তরপূর্ব ভারতের কিছু রাজ্যে জাতিগত সহিংসতার কারণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম ও অরুণাচল প্রদেশসহ আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার রাজধানীর বাইরের এলাকায় মার্কিন সরকারি কর্মকর্তাদের ভ্রমণের আগে অনুমতি নিতে হবে।
সূত্র: ইউএস ইন্ডিয়ান এম্বেসি
বিজ্ঞাপন