পেহেলগাম হামলায় উত্তপ্ত উপমহাদেশ, পাল্টা পদক্ষেপে যাচ্ছে পাকিস্তান

পেহেলগাম হামলায় উত্তপ্ত উপমহাদেশ, পাল্টা পদক্ষেপে যাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৪৮ ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতের নেওয়া একাধিক কড়া সিদ্ধান্তের জবাবে এবার পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এই লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে একটি জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, আহত হন অন্তত ১৭ জন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এই একতরফা সিদ্ধান্তের প্রেক্ষিতে NSC বৈঠকে পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা উপযুক্ত জবাব দেব। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সিন্ধু পানি চুক্তি শুধুমাত্র ভারত-পাকিস্তানের বিষয় নয়, এর সঙ্গে আন্তর্জাতিক অংশীদার—বিশ্বব্যাংকও যুক্ত। তাই একতরফাভাবে এই চুক্তি স্থগিত করা আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।”

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লি ইতোমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, কূটনৈতিক চাপে আগ্রাসী কৌশল, এমনকি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাশ্মীর ইস্যুতে এমনিতেই ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও তীব্র করেছে বলে ধারণা বিশ্লেষকদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই প্রতিবেশী দেশের পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকেই এখন নজর পুরো বিশ্বের।

বিজ্ঞাপন