রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:৪৯ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে। এ গম আমদানি করেছে খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবারই গম খালাসের কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম বাংলাদেশে এসেছিল।
বিজ্ঞাপন