রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:২৫ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
তাইওয়ান প্রণালীতে উত্তেজনার নতুন অধ্যায়! যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশের খবরে কড়া প্রতিক্রিয়া দিলো চীন। ওয়াশিংটনের দাবি, এটি নিয়মিত সামরিক মহড়ার অংশ, তবে বেইজিং একে উসকানিমূলক পদক্ষেপ বলেই মনে করছে।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দুটি যুদ্ধজাহাজ মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, এটি একটি রুটিন অপারেশন, যা আন্তর্জাতিক জলসীমায় স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করতে পরিচালিত হয়।
এই প্রথমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলো তাইওয়ান প্রণালীতে। এর আগে ২০২২ সালে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরও এমন উত্তেজনা তৈরি হয়েছিল।
চীন ইতোমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। তারা দাবি করেছে, মঙ্গলবার থেকেই চীনা যুদ্ধবিমান ও রণতরীগুলো তাইওয়ানের চারপাশে টহল দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনে চীন-বিরোধী দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির জয়ও এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।
এখন প্রশ্ন একটাই—এই পরিস্থিতি কি নতুন করে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতের দিকে নিয়ে যাবে? নাকি কূটনৈতিক তৎপরতায় সমাধানের পথ বের হবে? আপাতত নজর থাকছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।
বিজ্ঞাপন