রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:০৪ ১১ ফেব্রুয়ারী ২০২৫
চীনে বিয়ের সংখ্যা কমার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে দেশটিতে রেকর্ড পরিমাণ কমসংখ্যক বিয়ে নিবন্ধিত হয়েছে। জনসংখ্যাগত সংকট মোকাবিলায় চীন সরকার নানা উদ্যোগ নিলেও কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। শনিবার চীনের বেসামরিক সেবাবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশটিতে মাত্র ৬১ লাখ দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কম। ১৯৮৬ সালে এই পরিসংখ্যান প্রকাশ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বনিম্ন সংখ্যা।
বিশ্লেষকরা বলছেন, বিয়ে কমার ফলে দেশটিতে জন্মহারও কমছে, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেইজিংয়ের জন্য। এর ফলে একদিকে শ্রমশক্তি সংকুচিত হচ্ছে, অন্যদিকে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৩ সালে যেখানে ১ কোটি ৩০ লাখ বিয়ে নিবন্ধিত হয়েছিল, ২০২৪ সালে সে সংখ্যা অর্ধেকেরও কম।বিয়ের সংখ্যা কমার পাশাপাশি দেশটিতে বেড়েছে বিচ্ছেদও।
২০২৪ সালে প্রায় ২৬ লাখ দম্পতি বিচ্ছেদের আবেদন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ২৮ হাজার বেশি। যদিও ২০২১ সাল থেকে চীন সরকার বিচ্ছেদের ক্ষেত্রে ৩০ দিনের ‘কুলিং-অফ’ বা পুনর্বিবেচনার সময়সীমা চালু করেছে, তবুও বিচ্ছেদের হার কমছে না। চীনে ক্রমশ কমতে থাকা বিয়ে ও বাড়তে থাকা বিচ্ছেদের এই প্রবণতা কীভাবে দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।
বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জন্য এই পরিস্থিতি ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিয়ে বিশেষজ্ঞদের ভাবনা এখন তুঙ্গে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।
বিজ্ঞাপন