গাজা নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে হামাসের হুঁশিয়ারি!

গাজা নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে হামাসের হুঁশিয়ারি!

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৫৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫

"মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তিনি গাজাকে কিনে নেওয়ার হুমকি দিয়েছেন, আর তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।" "হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্পের এই পরিকল্পনা অবাস্তব। তার মতে, আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিনি সমস্যার সমাধান সম্ভব নয়।"

"এদিকে, আলজাজিরার তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। সপ্তাহব্যাপী হামলায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে।"
"গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মেদ মুস্তফা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ৮ কোটি ডলারের একটি চুক্তি সই করেছেন।"

"এদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি পাঠাগারে অভিযান চালিয়ে বেশ কিছু বই জব্দ ও মালিকসহ দু’জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।"
"গাজা ও পশ্চিম তীরে চলমান পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক নজর রাখছে।"

 

 

 

 

বিজ্ঞাপন