রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:০৮ ২৬ জানুয়ারী ২০২৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশে আটক আমেরিকানদের সংখ্যা পূর্বের ধারণার চেয়ে বেশি হতে পারে। এই কঠোর সতর্কতা এক সপ্তাহেরও কম সময় পরে এসেছে, যখন আফগান তালেবান সরকার এবং যুক্তরাষ্ট্র একে অপরকে বন্দি বিনিময় করেছে।
রুবিও তার টুইটে বলেন, "শুনতে পাচ্ছি, তালেবান আরও বেশি আমেরিকানকে বন্দি করে রেখেছে, যেটি আগে রিপোর্ট করা হয়নি। যদি এটি সত্যি হয়, তাহলে আমাদের তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অত্যন্ত বড় পুরস্কার ঘোষণা করতে হবে, হয়তো এমনকি যা আমরা বিন লাদেনের জন্য রেখেছিলাম তার থেকেও বড়।"
বাইডেন প্রশাসনের সঙ্গে চুক্তি অনুযায়ী, তালেবান আফগানিস্তানে আটক সবচেয়ে পরিচিত আমেরিকান রায়ান কোরবেটকে মুক্তি দেয়। তিনি ২০২২ সালের আগস্টে আফগানিস্তানে আটক হয়েছিলেন। তালেবান আরও মুক্তি দেয় উইলিয়াম ম্যাককেন্টিকে, যার সম্পর্কে খুব কম তথ্য রয়েছে।
বর্তমানে তালেবান সরকার নারীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এরইমধ্যে, নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান।
বিজ্ঞাপন