রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:২১ ২১ জানুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তার অভিষেক অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার।
সৌদি মালিকানাধীন গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, এই ঐতিহাসিক মুহূর্তে প্রিন্সেস রিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা শেয়ার করেন। তিনি লিখেছেন, "আমাদের দুই দেশের ৮০ বছরের বন্ধুত্ব উদযাপন করার মুহূর্তে সৌদি আরবের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জনগণকে তার অভিষেক উপলক্ষে সৌদির আন্তরিক শুভেচ্ছা পৌঁছাতে পেরে সম্মানিত বোধ করছি।"
প্রিন্সেস রিমা আরও উল্লেখ করেন, "আমাদের দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক এবং আমরা আশা করি ভবিষ্যতেও উভয় জাতি আমাদের অঞ্চল এবং বিশ্বের কল্যাণে একসঙ্গে কাজ করতে থাকবে।"
এই পোস্টের সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যা দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।
বিজ্ঞাপন