বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ | ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:৪২ ১৫ জানুয়ারী ২০২৫
আগামী ২০ জানুয়ারি, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ দিনটি ঘিরে নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত কড়া রাখা হবে। ক্যাপিটল হিলের চারপাশে তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া এবং ৪৮ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে নিরাপত্তা বলয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই বেড়া পার হওয়ার সুযোগ নেই। চেকপয়েন্ট ও অন্যান্য স্থানে থাকবেন ২৫ হাজার নিরাপত্তা কর্মী, যার মধ্যে প্রায় ৮ হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং চার হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হবে।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানটি নিরাপত্তা রক্ষাকারী কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে দু’বার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষের চিন্তা একক আক্রমণকারীদের নিয়ে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিউ অরলিন্সে ট্রাক দিয়ে সাধারণ মানুষকে হত্যা করার মতো ঘটনায় চিন্তা বেড়েছে। সিক্রেট সার্ভিসের বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল জানিয়েছেন, "আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে বাস করছি।"
এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে পুলিশের প্রতি সতর্কবার্তা দেয়া হয়েছে, বিশেষ করে নিউ অরলিন্সের মতো আক্রমণের সম্ভাবনা মোকাবেলার জন্য। শপথ গ্রহণের দিন ওয়াশিংটনে সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে এবং এন্ট্রি পয়েন্টগুলো পুরোপুরি ব্লক করা হবে।
অন্যদিকে, ওয়াশিংটনের হোটেলগুলি প্রায় ৭০ শতাংশ বুক হয়ে গেছে, যা নির্দেশ করে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে অনেক মানুষ আসবেন। এই বিপুল সংখ্যক অতিথির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও নিরাপত্তা বাহিনীর ওপর থাকবে।
সেই সঙ্গে, আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে ট্রাম্প-বিরোধী বিক্ষোভেরও আশঙ্কা করা হচ্ছে। মেট্রোপলিটান পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, ২৫ হাজার মানুষ শনিবার প্রতিবাদ জানাতে আসতে পারেন, এবং আরও অনেক মিছিল বা বিক্ষোভ হতে পারে।
এদিকে, ক্যাপিটল হিল এবং আশপাশের এলাকায় সুরক্ষা ব্যবস্থা যত্ন সহকারে গ্রহণ করা হয়েছে, যাতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সব কিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সূত্র: ডয়চে ভেলে
বিজ্ঞাপন