টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস !

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস !

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:১৭ ১৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস, টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়ে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

৪৭ বছর বয়সী এমা রেনল্ডস লেবার পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ। গত বছরের নির্বাচনে ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হয়ে ১৪ বছর পর লেবার পার্টিকে ক্ষমতায় ফেরানোর অবদান রাখেন। এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ পদে এমা রেনল্ডসের পূর্বসূরি ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসায় এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে বিশেষ সুবিধা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক বিনামূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এই বিতর্ক লেবার পার্টিকে চাপে ফেলে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি দমন বিভাগে কাজ করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ লেবার পার্টির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এমা রেনল্ডসের নিয়োগের মাধ্যমে লেবার পার্টি যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়। তার অভিজ্ঞ নেতৃত্বের ওপর নির্ভর করে পার্টি দেশটির আর্থিক ব্যবস্থাকে আরও সুসংহত করার আশা করছে।
 

বিজ্ঞাপন