নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ডোনাল্ড ট্রাম্প !

নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ডোনাল্ড ট্রাম্প !

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:৫০ ১৪ জানুয়ারী ২০২৫

নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত না হলে ডোনাল্ড ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার বেআইনি চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হতো। এই মন্তব্য করেছেন তদন্তের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তবে, ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে মন্তব্য করেছেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু তিনি এই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং জালিয়াতির মিথ্যা অভিযোগ তোলেন। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে সংঘটিত দাঙ্গার জন্য তাকে অভিযুক্ত করা হয়। ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেন।

২০২৪ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু আইনি ইস্যু বাতিল হয়ে যায়। তবে, জ্যাক স্মিথের প্রতিবেদন কংগ্রেসের কাছে প্রকাশিত হয়েছে, যেখানে অভিযোগের বিস্তারিত তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প পরিকল্পিতভাবে নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন এবং বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার মতো ক্ষমতার অপব্যবহার করেছিলেন। সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনার সীমাবদ্ধতার কারণেই তদন্তটি ক্লোজ করা হয়।

এই প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন