লস অ্যাঞ্জেলেসে দাবানলে পরিবারসহ কেমন আছে প্রীতি?

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পরিবারসহ কেমন আছে প্রীতি?

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৪০ ১২ জানুয়ারী ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ছড়িয়ে পড়েছে ধ্বংসের ছবি। হলিউড তারকাদের ঠিকানা ও বিশ্বের অন্যতম শৌখিন এই শহরটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন, মাঝে মাঝে আগুনের লেলিহান শিখা মাথা তুলে উঠছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব।

এই শহরেই বসবাস করেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। বিয়ের পর থেকে তিনি এখানেই স্থায়ী হয়েছেন এবং যমজ সন্তানদের নিয়ে পরিবার গড়ে তুলেছেন। কিন্তু শহরের দাবানল পরিস্থিতি দেখে আতঙ্কিত তিনি এবং তার পরিবার। একের পর এক বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য তাদের মানসিক চাপ বাড়িয়ে তুলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রীতি জানিয়েছেন, আপাতত তারা নিরাপদে আছেন। তিনি লেখেন,“এমন সুন্দর সাজানো শহর যে এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কল্পনাতেও আসেনি। বাড়ির বয়স্ক সদস্য ও বাচ্চাদের নিয়ে সবসময় ভয়ে আছি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে এখনও আমরা সুরক্ষিত আছি।”

প্রীতির পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে বাড়ি রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। কিছুদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন:“এই বিপদ রুখতে প্রথম দিন থেকেই অনেকে আপ্রাণ চেষ্টা করেছেন। তাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।

লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ পরিস্থিতি থেকে সকলের দ্রুত মুক্তি কামনা করছে পুরো বিশ্ব।

বিজ্ঞাপন