উদ্বিগ্ন প্রিয়াংকা চোপড়া!

উদ্বিগ্ন প্রিয়াংকা চোপড়া!

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৪৭ ১০ জানুয়ারী ২০২৫

বিধ্বংসী দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। আগুন নেভাতে দিন-রাত নিরলস পরিশ্রম করছেন দমকল বাহিনীর সদস্যরা। এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে আমেরিকায় বসবাসকারী এই তারকা সমাজমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দমকল বাহিনীর প্রতি তার সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, "এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন তাদের প্রতি কুর্নিশ জানাই। রাত জেগে যারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন, তাদের জন্য আন্তরিক ধন্যবাদ।"

লস অ্যাঞ্জেলেসে দাবানলের এই ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন