শুক্রবার , ০৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:২৬ ৯ ডিসেম্বর ২০২৪
জানা যায়, ভারতে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বলা হয়েছে, দিল্লির যে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে।
এনডিটিভি বলছে, হুমকিটি ই-মেইলের মাধ্যমে পাওয়া গেছে। ই-মেইলে দাবি করা হয়েছে, ‘ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো। এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে।
ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ইমেইল প্রেরককেও খুঁজছে। ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এ নিয়ে কাজ করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিজ্ঞাপন