শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:২৮ ১৭ অক্টোবর ২০২৪
ভারতে স্বামীর মৃত্যুর খবরে পেয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। মৃত ওই নারীর নাম রেনু তানওয়ার। তিনি ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। আর তার স্বামীর নাম দীনদয়াল দীপ।
দীনদয়াল দীপভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আত্মহত্যার আগে রেনু তানওয়ার তার স্বামীর সাথেই তাকে দাহ করার কথা জানিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রায় নিজের স্বামী এবং ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যুর খবরে ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন আত্মহত্যা করে মারা গেছেন।
গত মঙ্গলবার দিল্লির আর্মি ক্যান্টনমেন্টে অফিসার্স গেস্ট হাউসের একটি কক্ষে রেনু তানওয়ারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই গেস্ট হাউসে একটি সুইসাইড নোট পাওয়া গেছে এবং সেখানে রেনু উল্লেখ করেছেন, তাকে তার স্বামী দীনদয়াল দীপের সাথে যে “হাতে হাত রেখে দাহ” করা হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, সম্ভবত গত ১৪ এবং ১৫ অক্টোবরের মধ্যবর্তী রাতে আত্মহত্যার এই ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন