বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ ১০ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করেছে। গতকাল ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে 'অ ড্রপিং' অনুষ্ঠানে এই ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। অনুষ্ঠানে আইফোন ছাড়াও নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ ও ফাইনাল কাট ক্যামেরার নতুন সংস্করণও প্রকাশ করা হয়েছে।
আইফোন ১৭ সিরিজে মোট চারটি মডেল রয়েছে: আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।
৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ১২০ হের্জ প্রো মোশন ফিচার।
৪৮ মেগাপিক্সেলের দ্বৈত রিয়ার ক্যামেরা ও ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা।
নতুন সিরামিক ২ স্ক্রিন, এ১৯ চিপ, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ।
মাত্র ৫.৬ মিমি পাতলা, পলিশ করা টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড।
৬.৫ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা, ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এ১৯ প্রো, এন১ ও সি১এক্স চিপ, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ।
অ্যালুমিনিয়াম ইউনিবডি ও বিল্ট-ইন ভ্যাপার চেম্বার।
তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা, ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো, ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর।
প্রো: ৬.৩ ইঞ্চি, প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি ডিসপ্লে।
সিরামিক ২ শিল্ড, প্রো মোশন, ৩০০০ নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার।
২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি স্টোরেজ; প্রো ম্যাক্সে ২ টিবিও উপলব্ধ।
আইফোন ১৭ সিরিজের দাম শুরু ৭৯৯ ডলার (বাংলাদেশে প্রায় ৯৭ হাজার টাকা)।
এয়ার, প্রো ও প্রো ম্যাক্সের দাম যথাক্রমে ৯৯৯, ১,০৯৯ ও ১,১৯৯ ডলার।
প্রি-অর্ডার শুরু ১২ সেপ্টেম্বর, ডেলিভারি ১৯ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশসহ অন্যান্য দেশে কখন পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন