রাশিয়ায় টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ কলে নিষেধাজ্ঞা, আসছে নতুন রাষ্ট্রীয় অ্যাপ

রাশিয়ায় টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ কলে নিষেধাজ্ঞা, আসছে নতুন রাষ্ট্রীয় অ্যাপ

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৯ ১৪ আগস্ট ২০২৫

রাশিয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে জড়িত ব্যবহারকারীদের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজোর জানায়, অপরাধীদের কার্যক্রম ঠেকাতে বিদেশি মেসেঞ্জার অ্যাপগুলোর কল সুবিধায় সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে অন্যান্য ফিচারে কোনো বাধা নেই।

টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা ও প্রতারণার বিরুদ্ধে তাদের কঠোর নীতি রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে প্রতিদিন লাখ লাখ সন্দেহজনক বার্তা মুছে ফেলা হয়। কিন্তু ১১ আগস্ট থেকে রাশিয়ার ব্যবহারকারীরা টেলিগ্রামে কল করতে পারছেন না এবং হোয়াটসঅ্যাপ কলে মাঝে মাঝে কেবল ধাতব শব্দ শোনা যাচ্ছে।

ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের অভিযোগ, একাধিক অনুরোধের পরও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেয়নি। রুশ সংসদের তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির উপপ্রধান আন্তন গোরেলকিন স্পষ্ট করে বলেছেন, রুশ আইন মেনে চললেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

রাশিয়া ২০২২ সালে মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ ঘোষণা করলেও হোয়াটসঅ্যাপ চালু ছিল। তবে তথ্য না সরানোর কারণে অ্যাপটিকে একাধিকবার জরিমানা করা হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয়ভাবে সমর্থিত একটি মেসেঞ্জার অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন, যা সরকারি সেবার সঙ্গে যুক্ত থাকবে। সরকারের দাবি, এতে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত হবে, তবে সমালোচকদের মতে—এতে নজরদারি বাড়বে ও গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সরকার ইন্টারনেট অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে, যাতে সরকারবিরোধী ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার প্রযুক্তি সহজে ব্লক বা ধীর করে দেওয়া যায়।

বিজ্ঞাপন