রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ ৩০ আগস্ট ২০২৫
বাজারে নতুন মডেলের স্মার্টফোন এলে প্রযুক্তিপ্রেমীরা সব সময়ই উৎসাহী হয়ে ওঠেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ব্র্যান্ডটি নিয়ে তরুণদের মধ্যে আলোচনা বেশি, সেটি হলো ‘Nothing’ ফোন। নাম শুনে মনে হলেও ‘কিছু নেই’, বাস্তবে এই ফোনের নকশা ও প্রযুক্তি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২২ সালে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান থেকে বাজারে আনেন Nothing Phone 1। ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছ ব্যাক–প্যানেল, যেখানে ভেতরের যন্ত্রাংশ দেখা যায়। সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ Glyph Interface—ব্যাক কভারে থাকা LED লাইটিং সিস্টেম, যা নোটিফিকেশন, চার্জিং বা কল এলার্টের সময় আলাদা ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডিজাইন ও ভিন্নধর্মী সফটওয়্যার অভিজ্ঞতার জন্যই ‘Nothing’ ফোন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
বাংলাদেশে এই ফোনের কোনো অফিসিয়াল পরিবেশক নেই। ফলে ‘ব্যাগেজ রুলস’ বা বিভিন্ন অনানুষ্ঠানিক উপায়ে বাজারে আসে। এ কারণে দোকানভেদে দামে ভিন্নতা থাকে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন শপিংমল ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে নিচের মডেলগুলো—
বিক্রেতাদের দাবি, কয়েক মাস আগে তুলনায় দাম কমে আসায় এখন এ ব্র্যান্ডের চাহিদা অনেক বেড়েছে।
প্রযুক্তি খাতে বিশ্লেষকদের মতে, বাজেটের মধ্যে ফিচার–সমৃদ্ধ ফোন হিসেবে Nothing CMF সিরিজ এবং 3A Pro এখন ক্রেতাদের আগ্রহ বেশি পাচ্ছে।
রাজধানীর উত্তরার শিক্ষার্থী রাকিবুল ইসলাম ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে CMF Phone 2 Pro কিনেছেন। তিনি বলেন, “এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড এত ভালো ডিসপ্লে ও পারফরম্যান্স দিচ্ছে না। তবে চার্জিং যদি ৩৩ ওয়াটের বদলে ৪৫ ওয়াট হতো, তাহলে আরও ভালো হতো।”
অন্যদিকে বসুন্ধরার একটি দোকানের বিক্রয়কর্মী জানান, প্রতিদিন গড়ে ৫ থেকে ১০টি ‘Nothing’ ফোন বিক্রি হয়। “তরুণদের আগ্রহই সবচেয়ে বেশি। অনেকে কেবল ডিজাইন দেখে কিনতে আসেন।”
তবে কিছু চ্যালেঞ্জও আছে।
বিজ্ঞাপন