নাথিং ফোন: অদ্ভুত নকশা, দাম কমায় জনপ্রিয়তা বাড়ছে

নাথিং ফোন: অদ্ভুত নকশা, দাম কমায় জনপ্রিয়তা বাড়ছে

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:৩০ ৩০ আগস্ট ২০২৫

বাজারে নতুন মডেলের স্মার্টফোন এলে প্রযুক্তিপ্রেমীরা সব সময়ই উৎসাহী হয়ে ওঠেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ব্র্যান্ডটি নিয়ে তরুণদের মধ্যে আলোচনা বেশি, সেটি হলো ‘Nothing’ ফোন। নাম শুনে মনে হলেও ‘কিছু নেই’, বাস্তবে এই ফোনের নকশা ও প্রযুক্তি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ব্যতিক্রমী নকশাই মূল আকর্ষণ

ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২২ সালে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান থেকে বাজারে আনেন Nothing Phone 1। ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছ ব্যাক–প্যানেল, যেখানে ভেতরের যন্ত্রাংশ দেখা যায়। সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ Glyph Interface—ব্যাক কভারে থাকা LED লাইটিং সিস্টেম, যা নোটিফিকেশন, চার্জিং বা কল এলার্টের সময় আলাদা ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডিজাইন ও ভিন্নধর্মী সফটওয়্যার অভিজ্ঞতার জন্যই ‘Nothing’ ফোন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশে দাম ও প্রাপ্যতা

বাংলাদেশে এই ফোনের কোনো অফিসিয়াল পরিবেশক নেই। ফলে ‘ব্যাগেজ রুলস’ বা বিভিন্ন অনানুষ্ঠানিক উপায়ে বাজারে আসে। এ কারণে দোকানভেদে দামে ভিন্নতা থাকে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন শপিংমল ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে নিচের মডেলগুলো—

  • Nothing Phone 3A – প্রায় ৩৩,৫০০ টাকা
  • Nothing Phone 3A Pro (5G) – প্রায় ৩৮,৯০০ টাকা
  • Nothing Phone 3 (5G) – প্রায় ৭২,০০০ টাকা
  • CMF by Nothing Phone 1 – প্রায় ২৪,৫০০ টাকা
  • CMF by Nothing Phone 2 Pro – প্রায় ২৬,২০০ টাকা
  • Nothing Phone 3 (Flagship Model) – কিছু দোকানে দাম ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত

বিক্রেতাদের দাবি, কয়েক মাস আগে তুলনায় দাম কমে আসায় এখন এ ব্র্যান্ডের চাহিদা অনেক বেড়েছে।

কী আছে নতুন মডেলগুলোতে

  • CMF Phone 1–এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, MediaTek Dimensity 7300 চিপসেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
  • Nothing Phone 3A Pro 5G–এ রয়েছে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 3 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

প্রযুক্তি খাতে বিশ্লেষকদের মতে, বাজেটের মধ্যে ফিচার–সমৃদ্ধ ফোন হিসেবে Nothing CMF সিরিজ এবং 3A Pro এখন ক্রেতাদের আগ্রহ বেশি পাচ্ছে।

ক্রেতাদের প্রতিক্রিয়া

রাজধানীর উত্তরার শিক্ষার্থী রাকিবুল ইসলাম ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে CMF Phone 2 Pro কিনেছেন। তিনি বলেন, “এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড এত ভালো ডিসপ্লে ও পারফরম্যান্স দিচ্ছে না। তবে চার্জিং যদি ৩৩ ওয়াটের বদলে ৪৫ ওয়াট হতো, তাহলে আরও ভালো হতো।”

অন্যদিকে বসুন্ধরার একটি দোকানের বিক্রয়কর্মী জানান, প্রতিদিন গড়ে ৫ থেকে ১০টি ‘Nothing’ ফোন বিক্রি হয়। “তরুণদের আগ্রহই সবচেয়ে বেশি। অনেকে কেবল ডিজাইন দেখে কিনতে আসেন।”

সীমাবদ্ধতা

তবে কিছু চ্যালেঞ্জও আছে।

  • অফিসিয়াল পরিবেশক না থাকায় ওয়ারেন্টি ঝুঁকি রয়েছে।
  • দোকানভেদে দাম একেক রকম হওয়ায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন।
  • কিছু মডেলে চার্জিং ক্ষমতা প্রতিযোগী ব্র্যান্ডের তুলনায় কম।

বিজ্ঞাপন