শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩৫ ৫ নভেম্বর ২০২৪
মঙ্গলবার ৫ নভেম্বর (২০২৪ ) সকাল ১১টার সময় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার (বিয়ে বাড়ি) যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন, শার্শা ও বেনাপোল পৌরসভা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলীম আখতার খান, মহাপরিচালক (গ্রেড-১), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়।
বিশেষ অতিথি ছিলেন ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন, পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রনালয়৷
আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক ) মোঃ মামুন কবীর তরফদার, উপজেলা সহকারী ভূমি কমিশনার (ম্যাজিস্ট্রেট) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ রাসেল মিয়া, শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আমির আব্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তাগণ ,বিজিবি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও স্টাফ এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতি, সাংবাদিক, রাজনৈতিক, সুশীল সমাজ, শিক্ষক ও চিকিৎসক নেতৃবৃন্দরা ৷
প্রধান অতিথি বক্তব্য বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান- ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে সরকার ৬ এপ্রিল ২০০৯ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছে।
ভোক্তা ও বিক্রেতাদের জ্ঞাতার্থে আইনটিতে বর্ণিত অভিযোগ দায়ের, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধান উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের ৮ টি অধিকার যেমন:- মৌলিক চাহিদা পূরণের অধিকার, তথ্য পাওয়ার অধিকার, নিরাপদ পন্য বা সেবা পাওয়ার অধিকার, পছন্দের অধিকার, জানার অধিকার, অভিযোগ ও প্রতিকার পাওয়ার অধিকার, ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভের অধিকার এবং সুষ্ঠ পরিবেশের অধিকার বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন :কাজী মো:নাজিব হাসান,(যশোরশার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা)
বিজ্ঞাপন