প্রাইভেট শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ চেয়ে লক্ষ্মীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাইভেট শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ চেয়ে লক্ষ্মীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:১৮ ২৮ জুলাই ২০২৫

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলার প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, লক্ষ্মীপুর।

মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রাইভেট স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, “সরকার ১৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি একতরফা, অযৌক্তিক এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভয়াবহ বৈষম্য সৃষ্টি করবে।”

তারা আরও বলেন, “এই সিদ্ধান্তে লাখ লাখ শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবে। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

বক্তারা দাবি করেন, বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। শুধু লক্ষ্মীপুর জেলাতেই রয়েছে প্রায় ৪৫০টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে সদর উপজেলায় রয়েছে ১৩৫টি স্কুল।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে প্রাইভেট শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষা ক্ষেত্রে সাম্য ও ন্যায়ের দৃষ্টিভঙ্গি বজায় রেখে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

বিজ্ঞাপন